নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস বন্দী করে দিয়েছে জনমানুষের স্বাভাবিক জীবন। আর এতে করে মানুষ এখন তাদের এই সময়টা অবস্থাতেই কাটাচ্ছেন। ব্যতিক্রম নয় ক্রিকেটারদের ক্ষেত্রেও। ক্রিকেটারদের ও এখন খেলা বন্ধ রয়েছে তেমনি বন্ধ রয়েছে অনুশীলন। আর এই অলস সময়টা ভক্তদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেই কাটাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। সেই সাথে নিয়ে অভিনব এক উদ্যোগ। ক্রিকেটের জনপ্রিয় মুখদের নিয়ে লাইভ আড্ডা দিচ্ছেন তামিম। নিয়মিত হাজির হচ্ছেন ফেসবুক, ইউটিউব ও ইন্সটাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে করা লাইভ বেশ প্রশংসা কুড়িয়েছে। এমনকি এই লাইভে কোনো প্রফেশনাল কথাবার্তা হয় না বরং ক্রিকেটাররা তাদের স্বাভাবিক কথা বলে দর্শকদের বিনোদন দেয়। এখানে এমন কিছু জানতে পারে ভক্তরা যা হয়তো আগে কখনো জানেনি। তামিমের সর্বশেষ লাইভে ছিলেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। আজ লাইভে আসবেন সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজনদের নিয়ে।
তবে ভক্তদের অনেক চাওয়া ছিলো যে, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের একসাথে লাইভ আড্ডা দেখবে। কেননা ক্রিকেট পাড়ায় সকলেই জানে যে, তামিম ইকবাল ও সাকিব আল হাসান কত ভালো বন্ধু। তাই এই দুই বন্ধুকে একসাথে লাইভে দেখতে চাওয়া ছিলো সকল ভক্তদের আব্দার। তবে এই কয়টি পর্বে সাকিবকে দেখতে না পেয়ে ভক্তরা একটু হলেও হতাশ। তবে ভক্তদের উদ্দেশ্যে জানাতে চাই যে, হতাশ হবার কিছু নেই। আপনাদের জন্য সুখবর রয়েছে তামিম ইকবালের এই লাইভ সেশনে যোগ দিতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে আপনাদের কৌতুহল এবার কবে সাকিব আল হাসানের সাথে লাইভ সেশন হবে। তাদেরকে বলছি একটু সবুর করুন। তামিম ইকবাল আগেই যোগাযোগ করেছেন সাকিবের সাথে তবে সাকিব এখন তার ফাউন্ডেশনের কাজে ব্যস্ত সময় পার করছেন। এই ব্যস্ততায় মূলত সাময়িক বাঁধ সেধেছে সাকিবের। তামিম ইকবালের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে, সাকিব আল হাসান যদি তার এই ব্যস্ততা কাটিয়ে উঠেন তবে সাকিব আল হাসান যোগ দিবেন এই লাইভ সেশনে। আবারো দেখা যাবে এই দুই বন্ধুকে একসাথে প্রানবন্ত এক আড্ডায়। সেই সাথে মিটবে ভক্তদের আবদার।
বাংলাদেশ সময়: ৮.০০ পিএম
নিউজ ক্রিকেট/ জিএনএইচ