নিউজ ডেস্ক »
করোনা কালে মানুষদের বিনোদন দিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল শুরু করেছিলেন লাইভ শো। যেখানে নিজ দেশ বিভিন্ন দেশের খেলোয়াড়দের আমন্ত্রণ জানিয়ে ক্রিকেট নিয়ে লাইভ আড্ডা দেয়া হয়। এবার তামিমের এই শো’তে আসছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
আজ( ১৮ই মে) ভারতের অধিনায়ক ভিরাট কোহলির সাথে লাইভ শেষে এই তথ্য নিশ্চিত করেন তামিম ইকবাল। তামিমের এই লাইভটি হবে আগামীকাল।
তামিমের এই লাইভে ওয়াসিম আকরাম থাকবেন স্পেশাল অতিথি হিসেবে। তিনি ছাড়া আরো থাকবেন বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার- খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খান। তারা সবাই কথা বলবেন ১৯৯৯ সালের বিশ্বকাপ সহ নানা ব্যাপার নিয়ে।
তামিম জানিয়েছেন, বাংলাদেশি কিছু কোচের অনুরোধে ওয়াসিম আকরামকে শো’তে আনা। যাতে করে দেশি কোচরা তার কাছ থেকে কিছু শিখতে পারে।
সাবেক ক্রিকেটারদের নিয়ে এটি এখম দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে ছিলেন, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দূর্জয় ও হাবিবুল বাশার।
বাংলাদেশ সময়ঃ ১১:১০ পিএম
নিউজক্রিকেট/আরআর