রাকিব হাসান খান »
১ম দিন শেষে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা শুরু করে জিম্বাবুয়ে। রাহী ও তাইজুলের বোলিং তোপে ২৬৫ রানেই জিম্বাবুয়ের ১ম ইনিংস শেষ।
জবাব বাংলাদেশ ১ম ইনিংসে ব্যাট করতে আসলে শুরুতেই বিপর্যয়ে পরে স্বাগতিকরা। শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। তবে অভিজ্ঞ তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত দেখে শুনে খেলতে থাকে।
লাঞ্চ বিরতি পর বেশ দেখে শুনে খেলতে থাকে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। বিশ্বের ৫০ তম ও বাংলাদেশে ১ম ১৩,০০০ রানের মালিক হলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
দলীয় ৯৬ রানে তামিম ইকবালের ব্যাট স্পর্শ করে চাকাভার তালুবন্দী হয়ে আউট হয়ে যান। তার ব্যাট থেকে এসেছিল ৪১ রান। তারপর ক্রিজে আঁশের অধিনায়ক মোমিনুল হক সৌরভ। শান্ত তুলে নেন নিজের কযারিয়ারের প্রথম ফিফটি। ক্রিজে আসেন শান্ত ৫৫* রানে আর মোমিনুল ১২* রানে।
এখন চলছে চা বিরতি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ১২০/২।