মারুফ ইসলাম ইফতি »
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত দ্বিশতক হাঁকিয়ে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে হার না মানা ২০৩* রানের এই ইনিংসের সুবাদে তিনি টপকে গেছেন স্বদেশী তামিম ইকবালের সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডকে।এই মুহুর্তে ৪৪১৩ রান নিয়ে বাংলাদেশ টেস্ট ইতিহাসের সর্বাধিক রান সংগ্রাহক ব্যক্তিটির নাম মুশফিকুর রহিম।যার ফলে শীর্ষে থাকা তামিম ৮ রান পিছিয়ে থেকে ৪৪০৫ রান নিয়ে অবস্থান করছেন তালিকার দ্বিতীয় স্থানে।
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে মুশফিক এবং তামিমের রানের ব্যবধান ছিল ১৫৪ রানের।ম্যাচের আগে শীর্ষে থাকা তামিমের নামের পাশে ছিল ৪৩৬৪ রান।দ্বিতীয় অবস্থানে থাকা মুশফিকের রান সংখ্যা ছিল ৪২১০ রান।প্রথম ইনিংসে ৪১ রানের ইনিংস খেলে তামিম তার শীর্ষে থাকা সংগ্রহকে নিয়ে যায় ৪৪০৫ রানে।যার ফলে প্রথম ইনিংসে মুশফিক ব্যাট হাতে মাঠে নামার আগে তামিমের সঙ্গে রানের ব্যবধান ছিল ১৯৫ রানের।
নিজের প্রথম ইনিংসে ব্যাট হাতে ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক হাকিয়ে (২০৩*) তামিম ইকবালকে টপকে রানের দিক দিয়ে আরো ৮ রানে এগিয়ে থেকে শীর্ষে পৌঁছে গেছেন টাইগার রান মেশিন।
মুশফিকের দ্বিশতকের কল্যানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা।জিম্বাবুয়ের দেওয়া প্রথম ইনিংসের ২৬৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকের ডাবল সেঞ্চুরির উপর ভর করে ৫৬০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক বাংলাদেশ।যার ফলে প্রথম ইনিংসে টাইগারদের স্কোরকার্ডে যুক্ত হয় ২৯৫ রানের লিড।টাইগারদের ছুড়ে দেওয়া ২৯৫ রানের লিড টপকাতে দ্বিতীয় ইনিংসে দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে মাত্র ৯ রান তুলতেই টপ অর্ডারের ২ উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে সফরকারীরা।২ উইকেট হারিয়ে ২৮৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করা জিম্বাবুয়েকে চোখ রাঙ্গানী দিচ্ছে ইনিংস ব্যবধানের হার।