তাইজুলের কারণে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলো তামিম-মুশফিকরা!

নিউজ ডেস্ক »

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এক বন্দুকধারীর গুলিতে ৪৯ জন মানুষ নিহত হন। সেই হামলা থেকে ঠিক অল্পের জন্য প্রাণে বেঁচে ফেরেন বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার। সেখানে পৌঁছানোর সময় দুই-তিন মিনিটের হের-ফের হলেই সেদিন সন্ত্রাসী হামলার মধ্যে পড়ে যেতেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সম্প্রতি গতকাল রাতে তামিম ইকবালের ফেসবুক লাইভে এক আড্ডায় তামিম জানিয়েছেন তাইজুল যদি সেদিন দেরি না করতো তাহলে নিউজিল্যান্ডে থেকে কেউ বেঁচে ফিরতেন না। সেদিন ছিলো শুক্রবার। মসজিদে নামাজে যাওয়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন হয় ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে। সেখানে মুশফিকুর রহিমের সঙ্গে ফুটবল খেলায় মেতেছিলেন তাইজুল। এ কারণেই নামাজে যেতে দেরি হয়ে যায় ক্রিকেটারদের। আর এর ফলেই বেঁচে যান তামিম- মাহমুদউল্লাহসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

এ বিষয়ে তামিম আরো বলেন, ‘ওই ঘটনার সময় আমরা যদি দুই মিনিট আগেও পৌঁছাতাম তাহলে সেই অ্যাটাকের মধ্যে হয়তো আমরাও থাকতাম। তাইজুল আর মুশফিক ফুটবল খেলছিলো ওয়ান টু ওয়ান। সে কারণে আমাদের তিন চার মিনিট দেরি হয়েছিলো পৌঁছাতে। এ ছাড়া সেদিন প্রেস কনফারেন্স থাকায় রিয়াদ ভাই ও দেরি করে ফেলেছিলেন কিছুটা।’

বাংলাদেশ সময়: ১২:৩০ এএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »