নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই মুহুর্তে অবস্থান করছে নিউজিল্যান্ডে। স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু হবে আগামী ৭ই অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছে গত মাসের ৩০ অক্টোবর। নিউজিল্যান্ডে পৌঁছে প্রথম তিন দিন অনুশীলন করেনি ক্রিকেটাররা। আজ (৪ অক্টোবর) প্রথমবারের মতো অনুশীলনে নামে ক্রিকেটাররা।
বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন ঠিক করা বা টিমকে প্রস্তুত করার এটাই শেষ সুযোগ বাংলাদেশের। তাই সিরিজে টাইগাররা চালাতে পারে বেশকিছু পরীক্ষানিরীক্ষা। এই সিরিজেও ওপেনিংয়ের ভারটা মেইকশিফট ওপেনার দিয়েও চালানোর পক্ষপাতী ম্যানেজমেন্ট। কম্বিনেশনে আরও কয়েকটা জায়গায় এখনও দেখতে চায় টাইগাররা।তবে নিয়মিত অধিনায়ক এখনো ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দেননি। মঙ্গলবারই দলের সঙ্গে যোগ দিয়ে বুধবার তার অনুশীলন শুরু করার কথা।
প্রথম দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফ করেছেন দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
সিডন্সের মতে, নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে অস্ট্রেলিয়ান কন্ডিশনের মিল থাকায় এই সিরিজ বাংলাদেশকে বিশ্বকাপের সময় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ সহায়তা করবে।
এছাড়া সিডন্স আরো বলেন: আমরা দুবাই থেকে মাত্রই এসেছি। সেখানে আমিরাতের বিপক্ষে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। সেখানে দারুণ একটা প্রস্তুতি হয়েছে। আমরা এখানে বেশ তরুণ দল নিয়ে এসেছি। কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসর নিয়ে নিয়েছে অথবা এই ট্যুরের দলে নেই। আমাদের তরুণ দলটা রোমাঞ্চকরও। এখানে আজ অনেক কিছুই শিখেছে।