নিউজ ডেস্ক »
দেশের করোনার কারণে অর্থনৈতিকভাবে অসচ্ছলতায় জীবন কাটছে নানান শ্রেনী-পেশার মানুষের। করোনা ভাইরাসকে উপেক্ষা করেই তাই খুলে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠান। তবে মাঠের ক্রিকেট না গড়ানোয় কপাল খোলেনি কোচদের। এবার তাদের পাশে দাড়ালেন মাশরাফি বিন মোর্ত্তজা।
কিছুদিন আগে মাশরাফি নিজের প্রিয় ব্রেসলেট নিলামে তুলে প্রাপ্ত ৪২ লক্ষ টাকার একটা অংশ দিয়েই এই সহোযোগিতা করেন মাশরাফি বিন মোর্ত্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর তালিকাভুক্ত ৮২ জন ঢাকা মেট্রোর একাডেমি কোচদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে অনুদান দেন মাশরাফি বিন মোর্ত্তজা।
মঙ্গলবার (২’রা জুন) আবহানী লিমিটেডের মাঠে এসকল কোচদের হাতে টাকা তুলে দেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কে এম সালাউদ্দিন, আমিরুল ইসলাম ইকবাল, সৈয়দ সুলতান আবেদিন ও আব্দুল্লাহ আল জাবের প্রমূখ। এসময় মাশরাফি বিন মোর্ত্তজার প্রশংসা করে ড. কে এম সালাউদ্দিন বলেন,’ আজ তাদের দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিকেটার মাশরাফি। তিনি প্রমাণ করলেন তিনি ক্রিকেট মাঠকে কতেটা ধারণ করেন-ক্রিকেটের কারিগর এই কোচদের কতেটা ধারণ করেন। নড়াইলের একজন সন্তান হিসেবে ভালো লাগছে এখানে উপস্থিত হতে পেরে।’
বাংলাদেশ সময়ঃ ৬:৪৫ পিএম
নিউজ ক্রিকেট ২৪/কেএমএএইচ