নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দলে ফিরতে পারেন রোহিত শর্মা।বিসিসিআই চাইলে ঢাকা টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত এই ভারতীয় ব্যাটার।
দ্বিতীয় ওয়ানডেতে আঙুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত। খেলতে পারেননি সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম টেস্ট। আঙুলের চোট থেকে এখন পুরোপুরি সুস্থ হয়েছেন তিনি। বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকা টেস্ট খেলতে দলের সঙ্গে যোগ দিবেন রোহিত, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস তাক।
তবে রোহিত ফিরলে একাদশ থেকে বাদ পড়বেন কে? চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন শুভমান গিল। অন্যদিকে ব্যর্থ ছিলেন চট্টগ্রাম টেস্টে ভারত দলকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল।ধারণা করা হচ্ছে, রোহিত ফিরলে কপাল পুড়তে পারে রাহুলের।