ডিপিএল পুনরায় মাঠে গড়ানো নিয়ে শঙ্কা!

নিউজ ডেস্ক »

করোনাভাইরাস বা কোভিড-১৯ কারণে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসর।

করোনার থাবায় ক্রিকেট ক্যালেন্ডারে যে দীর্ঘ ধাক্কা পড়েছে, তাতে ঘরোয়া লিগটা ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের। ধারণা করা হচ্ছিল, ঢাকা প্রিমিয়ার লিগ জুনের মধ্যে শুরু হতে পারে। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ক্লাবে নাম লেখানো শুধু জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের দেখভাল নিশ্চিত করতে পারবে বিসিবি ও ঢাকা মহানগর ক্রিকেট কমিটি। অন্যান্য ক্রিকেটারদের তাদের ক্লাব কোথায় রাখবে এবং সেখানে স্বাস্থ্যনীতি কতটা অটুটু রাখা হবে সেটা নিয়ে এখনো দ্বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি সবগুলো ক্লাব নিশ্চয়তা দেয় তাহলেই কেবল খুলতে পারে এই জট। না হলে এ মৌসুমের ঢাকা লিগ আর মাঠে না গড়ানোর শঙ্কা প্রবল। ক্রিকেট কর্মকর্তাদের কাছে প্রাধান্য পাচ্ছে খেলার চেয়েও ক্রিকেটারদের করোনামুক্ত জীবন।

এ মৌসুমের ঢাকা লিগ শেষ পর্যন্ত না হলে, আগামী মৌসুমে একই ক্লাবের হয়ে ক্রিকেটাররা খেলবেন না দল বদল হবে সেটা নিয়ে নতুন আলোচনা শুরু হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »