ডিপিএলে রাব্বি, মাহফিজুল ও মিজানুরের সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অফ রূপগঞ্জকে ২৪ রানে হারিয়েছে ধানমন্ডি। অন্য ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ব্রাদার্স। এদিকে অগ্রণী ব্যাংকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সে ভর করে অসাধারণ এক জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। লিজেন্ড অফ রূপগঞ্জের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইয়াসির আলীর ঝড়ো সেঞ্চুরি এবং মইন খানের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৩২ রানের বিশাল সংগ্রহ পায় ধানমন্ডি। ইয়াসির অপরাজিত ১৪৩ এবং মইন ৬২ রান করেন।

৩৩৩ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিলো রূপগঞ্জও। এক পর্যায়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সাইফ হাসানের ৯৫ এবং আফিফ হোসেনের ৯৮ রানও বাঁচাতে পারেনি লিজেন্ডসদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩০৮ রানে থামলে ২৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রহিম আহমেদের ৯৫ এবং অনিক সরকারের ৪০ রানে ভর করে ৯ উইকেটে ২৮৮ রানের ভালো সংগ্রহ পায় শাইনপুকুর। জবাব দিতে নেমে মাহফিজুল ইসলাম এবং মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় ব্রাদার্স। মাহফিজুল ১১৪ এবং মিজানুর ১৩৬ রান করেন।

এদিকে মিরপুরে অগ্রণী ব্যাংককে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অগ্রণী ব্যাংক। শেষ পর্যন্ত ২১৬ রানে গুটিয়ে যায় ইমরুল কায়েসের দল। জবাবে ব্যাট করতে নেমে দলীয় দুই রানে প্রথম উইকেট হারালেও সাদিকুর রহমানের ৮৯ এবং তোফায়েল আহমেদের ৫২ রানে ভর করে ৪ উকেটের জয় তুলে নেয় িএনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »