দুর্জয় দাশ গুপ্ত »
আগামী মাসেই শুরু হবে জনপ্রিয় ঘরোয়া আসর ডিপিএল। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যেই বড় ক্লাবগুলো দল গুছাতে শুরু করেছেন। নতুন নিয়মানুসারে দলবদল পদ্ধতিতে হচ্ছে খেলোয়াড় নির্বাচন। আর তাই বড় বড় দলগুলো সহজেই দলে ভিড়িয়ে নিচ্ছেন বড় বড় তারকাদের।
এবারের আসরে দলবদল পদ্ধতি উন্মুক্ত করে দেওয়ায় দলগুলো আগেভাগেই স্কোয়াড সাজানো শুরু করে দিয়েছে। বড় বড় ক্লাবগুলো জাতীয় দলের তারকাদের দলে নিচ্ছেন। আবার বাকি দলগুলো কেউ কেউ অপেক্ষা করছেন আনুষ্ঠানিক রদবদলের। তারকা প্লেয়ারদের মোটা অংকের পারিশ্রমিকের বিনিময়ে দলে ভিড়িয়েছেন বড় দলগুলো।
মুশফিক, তামিমের পর রিয়াদকে দলে টেনেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্যান্যরা আগেভাগেই টাকার অংক বসিয়ে দিলেও রিয়াদ ডুকছেন ভিন্ন ধারায়। নতুন ক্লাবের সাথে ম্যাচ বাই ম্যাচ চুক্তি করেছেন এই ক্রিকেটার। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত, ম্যাচ প্রতি ৩লাখ টাকা করে পাবেন রিয়াদ। রিয়াদ ছাড়াও তারা দলে ভিড়িয়েছে সৌম্যকে। সৌম্যকে ৪০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ।
সৌম্য-রিয়াদ বাদে দলে আরও রয়েছেন মুমিনুল হক এবং ইমরুল কায়েস। এবারের আসরে নতুন দলে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন এই তারকা। তার সাথে দলে রয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। তাদের পারিশ্রমিকের পরিমাণ এখনো জানানো হয়নি৷ পূর্বের আসর থেকে দলে আছেন সোহান এবং জিয়া। এছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জ ৪০লাখ টাকা খরচায় দলে ভিড়িয়েছেন তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈমকে।