ডিপিএলের সপ্তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে আবাহনী এবং রূপগঞ্জ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আজ (সোমবার) সাভারের বিকেএসপির মাঠে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড এবং খেলাঘর সমাজকল্যাণ সমিতি। দিনের অন্য ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ছিল বিকেএসপি।

আবাহনী-খেলাঘরের ম্যাচের শুরুতে ব্যাট করা আবাহনী নির্ধারিত ৫০ ওভারের ৮ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। অন্য ব্যাটসম্যানদের মধ্যে সাব্বির রহমান আউট হন অর্ধশতক হাঁকানোর ১ রান আগে এবং মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৪৭ রান।

২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর। বিপর্যয় এতটাই গুরুতর ছিল যে, দলের সাত ব্যাটসম্যান তাদের রান নিতে পারেননি দুই অঙ্কের ঘরে! বাকিদের মধ্যে মোসাদ্দেক ইফতেখারের ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান আসে। ফলে আবাহনীর বোলিং তোপে পড়ে তারা গুটিয়ে যায় মাত্র ১৩০ রানে।

স্কোরঃ

আবাহনীঃ ২৬২, (৪৮.৪ ওভার), শান্ত ৬০, সাব্বির ৪৯, মিরাজ ৪৭
রবিউল ৬৪/৫, ইফরান ৪২/৩, রবিউল ২৮/১
খেলাঘরঃ ১৩০, (৩২.৫ ওভার), ইফতেখার ৩৬*, কমল ৩২, অঙ্কন ২২
সানজামুল ৩৬/৪, নাজমুল ১৪/২, মিরাজ ১৮/২

দিনের অন্য ম্যাচে মুখোমুখি হওয়া বিকেএসপি এবং রূপগঞ্জের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে বিকেএসপি ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৮১ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে শামিমের ব্যাট থেকে ৫২। অন্যদিকে নাবিলের ব্যাট থেকে আসে ৩৮ রান।

জবাবে ব্যাট করতে নামা রূপগঞ্জ ইনিংসের ৫ ওভার বাকি থাকতেই তুলে নেয় ৫ উইকেটের জয়। রূপগঞ্জের হয়ে মুমিনুল খেলেন ৯৩ রানের ঝলমলে ইনিংস। অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৩১ রান।

স্কোরঃ
বিকেএসপিঃ ১৮১/৯, (৫০ ওভার), শামিম ৫২, নাবিল ৩৮, ফাহাদ ২০
ঋষি ধাওয়ান ৫১/৫, মুক্তার ২৯/২, শহিদ ৩১/১

লিজেন্ডস অব রুপগঞ্জঃ ১৮২/৫, (৪৫ ওভার), মুমিনুল ৯৩, নাঈম ৩১, মারুফ ২৭
কাইয়ুম ২৮/২, সুমন ৩২/২, তানজিম ৩৩/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »