ডিপিএলের জন্য শক্তিশালী দল গড়ছে আবাহনী!

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর এবারের আসরের পর্দা উঠছে আগামী ১৫ই মার্চ।ডিপিএলের এবারের আসরকে সামনে রেখে এখনো দলবদলের দিনক্ষণ চুড়ান্ত না হলেও এরই মধ্যে ক্রিকেটারদের সাথে অগ্রিম কথা বার্তা চুড়ান্ত করে রাখছে দল গুলো।মূলত ডিপিএলের এবারের আসর থেকে থাকছে না প্লেয়ার ড্রাফট পদ্ধতিতে দল গঠন।আর তাই এবার থেকে পূর্বের মতো ক্রিকেটাররা আলোচনা সাপেক্ষে যে কোন দলের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে।

টুর্নামেন্টের অফিশিয়াল দল বদল নিয়ে এখনো দিন তারিখ চুড়ান্ত না হলেও এরই মধ্যে আলোচনা সাপেক্ষে
বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের সাথে কথাবার্তা প্রায় চুড়ান্ত করে ফেলেছে আবাহনী।আবাহনী ক্লাবের এক বিশ্বস্ত সুত্র হতে জানা গেছে ক্লাবটি এরই মধ্যে মুশফিকুর রহিম,লিটন কুমার দাস,তাইজুল ইসলামের সাথে কথাবার্তা চুড়ান্ত করে ফেলেছে। বিসিবি থেকে অফিশিয়াল ভাবে চুক্তির দিনক্ষণ চুড়ান্ত করার সাথে সাথে কাগজে কলমে অফিশিয়াল ভাবে চুক্তিবদ্ধ করা হবে এই ক্রিকেটারদের।

বিসিবির বিশ্বস্ত একটি সুত্র হতে জানা গেছে আগামী ৩,৪ ও ৫ তারিখ ক্রিকেটারদের দল বদলের চুড়ান্ত সময় দেওয়া হতে পারে।এই সময়ের মধ্যে ক্রিকেটারদের সাথে চুক্তি করে দল সাজাতে পারবে দল গুলো।ওই সময়ে বাংলাদেশ দল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেট অবস্থান করবে, আর তাই সিলেটেও ক্রিকেটারদের সাথে চুক্তি করার জন্য একটি ডেস্ক করার পরিকল্পনা আছে যেখানে ক্রিকেটাররা রেজিস্ট্রেশন করতে পারবে ডিপিএলের জন্য, এমনটাই জানা গেছে।

ডিপিএলের এবারের আসর থেকে প্লেয়ার ড্রাফট নিয়ম না থাকায় এবার দল গুলো ক্রিকেটারদের সাথে আলোচনার ভিত্তিতে দল সাজাতে পারবে।আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দল গুলো ইতিমধ্যে দল গুছানোর কাজও শুরু করে দিয়েছে। এবারের আসরেও বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে আবাহনী এমনটাই বুঝা যাচ্ছে এখন পর্যন্ত।এরই মধ্যে দলটি কথাবার্তা চুড়ান্ত করে রেখেছে মুশফিক,লিটন,তাইজুল ছাড়াও নাঈম শেখ,আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম এর সঙ্গে।এছাড়া দলটি এখনো আলোচনায় আছে মেহেদি হাসান মিরাজের সাথেও।নাজমুল হোসেন শান্তকেও ধরে রেখেছে আবাহনী। সবমিলিয়ে বারুদে ঠাসা দল নিয়ে এবার ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে আবাহনী লিমিটেড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »