ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক »

এবারের বিশ্বকাপের সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স নেদারল্যান্ডসের। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়েছিলো ডাচ রূপকথা। শ্রীলঙ্কার বিপক্ষেও ধ্বংসস্তূপ থেকে বড় রানের পুঁজি পেয়েছিলো নেদারল্যান্ডস, যদিওবা ম্যাচটা জিততে পারেনি। এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি ডাচরা।

বিশ্বকাপের ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশনটা শুরু হয়েছিলো হার দিয়ে। ভারতের বিপক্ষে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ভাবে হেরেছিলো প্যাট কামিন্সের দল। তবে পরের দুটো ম্যাচে দাপুটে জয়ে সেমির লড়াইয়ে টিকে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর পাকিস্তানের বিপক্ষেও জিতেছে তারা।

অন্যদিকে, চার ম্যাচ খেলা নেদারল্যান্ডসের জয় কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাকি তিনটা ম্যাচেই হেরেছে ডাচরা। আজ আবারো অস্ট্রেলিয়াকে চমকে দিতে প্রস্তুত ডাচ শিবির।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »