নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য উদ্বোধন করা হয়েছে ভারতের মতেরা স্টেডিয়াম। অতিথি হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অতিথির মুখে ভারতীয় কিংবদন্তির ভুল নাম উচ্চারণ শুনে ইতিমধ্যেই তোলপাড় জেগেছে স্যোশিয়াল মিডিয়ায়। অনেকেই রীতিমতো ট্রল শুরু করেছেন ট্রাম্পকে নিয়ে। নতুন উদ্বোধন হওয়া এই স্টেডিয়াম ইতিমধ্যেই ইতিহাসের অংশ হয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্টের যৌথভাবে উদ্বোধন হওয়া এই স্টেডিয়াম মতান্তরে সবচেয়ে বিশাল ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। অত্যাধুনিক সব ব্যবস্থাসহ কমতি নেই কিছুর। মতান্তরে প্রায় ১লাখেরো বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম এটি। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নাম উচ্চারণ করেন৷ আর সেখানেই বাধে বিপত্তি।
ট্রাম্প বলেন- ‘এটি হলো বিশ্বের সেই দেশ যেখানে সবাই বিশ্বের সেরা কয়েজকন ক্রিকেটারের নামপরিচয় জয়ধ্বনি করো। সুচ্চিন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি।’
ট্রাম্পের এই ভুল উচ্চারণেই হইচই পড়ে গেছে সবদিকে। কেভিন পিটারসন তার টুইটে বলেন- ‘কিংবদন্তীদের নাম উচ্চারণের আগে আরেকটু জ্ঞান,অনুসন্ধান করা প্রয়োজন।’
সেই সাথে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও টুইটারে ব্যঙ্গ করেছে ট্রাম্পকে নিয়ে। ট্রাম্পকে নিয়ে আইসিসি টুইট করে লিখেছে- ‘স্যাচ-সাচ-স্যুচ-সুচ। কেউ কি জানে?’