fbpx

ট্রাইনেশন সিরিজে টেবিলের শীর্ষে জুনিয়র টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের অনুর্ধ্ব-১৯ দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। এই টূর্ণামেন্টের ৭ম ম্যাচে ভারত অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছিলো‌ বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে বৃষ্টি আইনে ভারত অনুর্ধ্ব- ১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবারা

জুনিয়র টাইগারদের ব্যাট হাতে সবচেয়ে ভালো করেছেন পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক আকবর আলী। এ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ম্যাচটিতে বৃষ্টি হানা‌ দেয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৬ ওভারে। নির্ধারিত ৩৬ ওভারে ভারত সংগ্রহ করে ৫ উইকেটের বিনিময়ে ২২১ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন শরিফুল ইসলাম এবং একটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম ও শামীম হোসাইন। ভারতের অনুর্ধ্ব-১৯ দলের ব্যাটিং লাইনআপে সবচেয়ে ভালো করেছেন তাদের অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুয়েল ও ট্রাইনেশন কানপিল্লেওয়ার। বাংলাদেশের ইনিংসের আগে আবার বৃষ্টি আঘাত হানলে ম্যাচ কমে আসে ৩২ ওভারে এবং টার্গেট দাঁড়ায় ২১৮ রান। পারভেজ হোসেন ইমন ও আকবর আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়

এই‌ জয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল এই ত্রিদেশীয় সিরিজে পয়েন্ট তালিকায় শীর্ষে এসেছে। ৫ ম্যাচে ৩ জয়, ১ হারে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সমান‌ ম্যাচ খেলে ভারত অনুর্ধ্ব-১৯ দল ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল। এই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ই আগষ্ট।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »