টেস্ট র‍্যাংকিংয়ে দেশের হয়ে সর্বোচ্চ অবস্থানে উঠে এলেন লিটন

স্টাফ রিপোর্টার »

লিটন কুমার দাস, বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে আবেদনময়ী ব্যাটার নিঃসন্দেহে। তার ব্যাটিং চলাকালে মাঠ কিংবা টেলিভিশনের পর্দা থেকে চোখ সরানো কঠিন। সমাপ্ত হওয়া২০২২ সাল কাটিয়েছেন নিজের সেরা ফর্মে। দেশের ক্রিকেটের ইতিহাসে এক বর্ষপঞ্জিকাতে সর্বোচ্চ রান করার রেকর্ড করেছেন। এবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের টেস্ট র‍্যাংকিংয়ের ইতিহাসে সেরা অবস্থানে উঠে এসেছেন লিটন।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৭০২ র‍্যাটিং পয়েন্ট নিয়ে ১১ তম যা অবস্থানে রয়েছেন লিটন যা এযাবৎকালে বাংলাদেশীদের মধ্যে সর্বকালের সেরা র‍্যাংকিং। অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা দুই ধাপ পিছিয়ে যাওয়ায় কোন ম্যাচ না খেলেই ১১ তম অবস্থানে উঠে আসেন লিটন।

সর্বশেষ ভারত সিরিজের আগে লিটন ছিলেন ১৪ তম স্থানে। ভারত সিরিজে লিটনের দারুণ পারফর্মেন্স তাকে দেশের সর্বকালের সেরা র‍্যাংকিং ১২ তম অবস্থানে নিয়ে এসেছিল। এতে লিটন পেছনে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভারতের ভিরাট কোহলিকে।

এবছর টেস্টে ১৮ ইনিংসে ৮০০ রান করেছেন লিটন। যেখানে ক্যারিয়ারের ৬৪ ইনিংসে ৩৫ উপরের গড়ে ২২৫৩ রান করেছেন লিটন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »