নিউজ ডেস্ক »
বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ সামায়িকভাবে স্থগিত রাখার আহবান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি লেগ স্পিনার ব্রাড হগ। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যখন আবার ক্রিকেটের মাঠে ফেরাটাকে ক্রিকেটের পূনর্জন্ম হিসেবে অভিহিত করেছেন।
করোনার পরে ক্রিকেট সূচি থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ স্থগিত করে কিছু প্রতিযোগিতামূলক সিরিজ আয়োজনের পরামর্শ দিয়েছেন হগ। সেটা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ হতে পারে কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান সিরিজও হতে পারে।
হগ বলেন, ‘সর্মথকরা প্রতিযোগিতামূলক ম্যাচ দেখতে পছন্দ করে। তাই আমার মনে হয় সাময়িকভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্থগিত উচিৎ। বৈশ্বিকভাবে উত্তেজনা ছড়ায় এমন দুটো প্রতিযোগিতামূলক সিরিজ আয়োজন করুন। প্রথমত এই গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজটা বাতিল করে তার পরিবর্তে অ্যাশেজটা আয়োজন করুন।’
সাবেক অজি স্পিনার ভারত-পাকিস্তার সিরিজ আয়োজন নিয়ে বলেন, ‘ভারত তাদের চিরপ্রদ্বিন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারে। ডিসেম্বরে বড়দিনের সময়টাতে খেলা যেতে পারে। দুটি টেস্ট ভারতে, দুটি পাকিস্তানে হবে। ভারত-পাকিস্তান সিরিজ আমরা দীর্ঘ দিন হলো দেখিনা এবং সমর্থকরা এটা আশা করতে পারে।’
২০১২-১৩ সালের পর থেকে আর কোনো দিপাক্ষিয় সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ মুখোমুখি অবস্থানে দাড়িয়ে।
বাংলাদেশ সময়: ০৪:৩০ পিএম
নিউজক্রিকেট২৪/এসএমএস