নিউজ ডেস্ক »
ক্রিকেটের সবচেয়ে আদি সংস্করণ টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে গত বছরের ১লা আগস্ট থেকে জার্সিতে নাম এবং নম্বর ব্যবহারের প্রচলন করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার টেস্ট ক্রিকেটের নতুন সংস্করণ হিসেবে জার্সির সামনের দিকে বড় পরিসরে স্পনসর লোগো ব্যবহার অনুমোদন করেছে আইসিসি।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জার্সিতে অনেক আগে থেকেই জার্সির সামনের দিকে বড় করে স্পনসর লোগো ব্যবহারের সুযোগ থাকলে টেস্ট ক্রিকেটে তা ছিল না। টেস্ট জার্সিতে ছোট করে ছোট করে এক কোণায় তা ব্যবহার করা হত। তবে এখন থেকে জার্সির পিছনে নাম ও নম্বরের মতই সামনের দিকে স্পনসর লোগো ব্যবহার করা যাবে।
এদিকে বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে বল পালিশের জন্য মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি যা টেস্ট ক্রিকেটে বেশ বেকায়দায় ফেলবে পেসারদের।
টেস্ট ক্রিকেটে পেসাররা বল সুইং করাতে মুখের লালা ব্যবহার করে বলের একপাশ জার্সিতে ঘষামাজা করত। এতে বলের এক পাশ চাকচিক্য ধরে রাখার পাশাপাশি অন্যপাশ কিছুটা ভারী হত। এতে বল সুইং করাতে বেশ সুবিধা হত বোলারদের।
তবে বর্তমান ব্যাটিং সহায়ক উইকেটে এই নিষেধাজ্ঞার ফলে পেস বোলাররা নখদন্তহীন হয়ে পড়বে বলে অনেকেই দাবি করছেন।
নিউজক্রিকেট/এমএস