টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন স্টেইন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

দক্ষিণ আফ্রিকার গতি তারকা ডেল স্টেইন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের যে কয়জন পেসার নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডেল স্টেইন। জাতীয় দলের হয়ে প্রায় ১৫ বছর ধরে দলকে সার্ভিস দিয়ে যাওয়া ডেল স্টেইন এবার সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

২০১৯ সালটা মোটেও ভালো কাটেনি তার। বছরের শুরু থেকেই ইনজুরির সাথে লড়াই করে যাওয়া স্টেইন ইন্ড্যান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পেলেও সেখানে বাঁধ সাজে ইনজুরি।

আইপিএল শেষে বিশ্বকাপে তার উপর ভরসা করেছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। তবে ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

সাদা পোশাকের ক্রিকেটে ৯৩টি ম্যাচ খেলে জুলিতে নিয়েছেন ৪৩৯ উইকেট। বোলিং গড়ের দিক থেকেও বেশ এগিয়ে ছিলেন তিনি। তার বোলিং গড় ২২.৯৫। লঙ্গার ভার্সনে তার বোলিং ইকোনোমি ছিল মাত্র ৩.২৫। টেস্টে তার সেরা বোলিং ফিগার এক ম্যাচে ৬০ রানে ১১ উইকেট।

কিংবদন্তী এই পেসারকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট যে মিস করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »