নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পেয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি এরপর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লিটন দাস। এমন পারফরম্যান্সের সুবাদে টেস্ট র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে লিটনের।
আইসিসির নতুন হালনাগাদ অনুযায়ী ১২তম স্থানে রয়েছেন লিটন। দেশের হয়ে সর্বোচ্চ ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন এই উইকেটকিপার। ২০১৭ সালে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭০৯ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তামিম।
এদিকে ঢাকা টেস্টে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়ে গেছেন তিনি। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে নেমে এসেছেন তামিম।