নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গৌরবময় টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের শ্রেষ্ঠত্বের মুকুট নিজের করে নিলেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তুরুপের তাস বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের শেষ হওয়া দুই ম্যাচেই ব্যাটে-বলে অতিমানবীয় ক্রীড়াকৌশল প্রদর্শন তাকে টেস্টে অলরাউন্ডারের শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে হঠিয়ে ৪৯৭ র্যাটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন স্টোকস। জেসন হোল্ডার চলমান টেস্ট সিরিজে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি স্টোকসের অতিমানবীয় পারফর্মেন্সে।
এই সিরিজে এখন পর্যন্ত অসাধারণ ব্যাটিংয়ে স্টোকস ১১৪.৩৩ গড়ে সর্বোচ্চ ৩৪৩ রান করেছেন। বল হাতেও দুর্দান্ত সময় কাটছে ১৬.৩৩ গড়ে উইকেট নিয়েছেন ৯টি। আর তাতেই দলকে সিরিজে জিইয়ে রাখার পাশাপাশি নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।
এছাড়া ব্যাটিংয়েও বিশ্বসেরাদের তালিকায় তিন নাম্বারে উঠে এসেছেন স্টোকস। ক্যারিয়ার সেরা ৮২৭ র্যাটিং পয়েন্ট নিয়ে সেরা তিনে অবিস্থান করছেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এন্ড্রু ফ্লিনটফের পর ২য় খেলোয়াড় হিসেবে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান নিজের করে নিলেন