টেস্টের সঙ্গে টি টোয়েন্টিও শ্রীলঙ্কায়!

ক্রীড়া প্রতিবেদক »

ভারত যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত অনেকটাই। তারপরও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে চেষ্টার অন্ত: নেই। যেমন করে তাদের চেষ্টার কমতি নেই বাংলাদেশকে জুলাইয়ে সিরিজটা খেলতে নেয়ার ব্যাপারে। তিন টেস্ট ম্যাচের জায়গায় দুই টেস্ট ও দুই টি টোয়েন্টি খেলার প্রস্তাবও তারা দিয়েছে বিসিবিকে।

ভেতরের খবর, বিষয়টি নিয়ে বিসিবি গুরুত্ব দিয়ে ভাবছে। একে ঘরের লিগ করোনায় বন্ধ। তারওপর টিভি সত্ত্ব থেকে শুরু করে গ্রাউন্ডস রাইট, এমন সব জায়গা থেকে এখনো স্পন্সর পাওয়া যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের পূর্ববর্তী সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেটা কমে আসলে আইসিসি’র তরফ থেকে কোন আপত্তি থাকবে কি না সে বিষয়টিও ভাবাচ্ছে বিসিবিকে।
কিন্তু এসএলসি অনেকটা আঠার মতই লেগে আছে। শ্রীলঙ্কা থেকে একাধিক সূত্র জানিয়েছে, দিন দুয়েকের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যেতে পারে। স্বাস্থ্যনীতি মেনে চলতে একের অধিক ভেন্যুতে না খেলানোর বিষয়টিও মাথায় আছে লঙ্কান ক্রিকেট বোর্ডের। সে ক্ষেত্রে শুধু কলম্বোর দুই ভেন্যুতে দুই টেস্ট খেলার পর, প্রেমাদাসায় দুই টি টোয়েন্টি খেলার পরিকল্পনাও আছে তাদের।
যদিও এসব পরিকল্পনা বাস্তবায়ন হবে বিসিবি যদি সবুজ সংকেত দেয়। স্বাস্থ্যনীতিতে আপোষ করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই বিসিবি প্রধান ও সংশ্লিষ্টরা নিজেরাই গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কাছে ফোন করে তাদের মতামত জানতে চাইছেন সিরিজে খেলতে যাওয়ার ব্যাপারে। লঙ্কান বোর্ডের চাপ যে অলক্ষ্যে তাদের মাথায় কাজ করছে সেটা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে, ১০ জুন আইসিসি সভাতে ভবিষ্যত ক্রিকেট সূচীর পরই অনেক কিছু চূড়ান্ত হয়ে যেতে পারে। সে পর্যন্ত সময়টা নিচ্ছে বিসিবি। প্রয়োজনে বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে স্বশরীরে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরিজ নিয়ে মতামত চাইবে বিসিবি।

পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে রাজী হননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। শুধু বলেছেন,’এখনই মন্তব্য করা কঠিন। ভবিষ্যতে কি হয় তা বলা এখনি মুস্কিল। আনুষ্ঠানিকভাবে আমাদের এমন প্রস্তাব দেয়া হয়নি এটুকু বলতে পারি।’

যদিও এসএলসি সূত্র থেকে জানা গেছে বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে কথা চলছে। এবং সেটা বিদ্যমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »