নিউজ ডেস্ক »
ভারতের অন্যতম সফল অধিনায়ক এবং কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে একজন সৌরভ গাঙ্গুলি। ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত গাঙ্গুলি মনে করেন টেস্টে এখনো তিনি ভারতের হয়ে খেলতে পারবেন। তার জন্য প্রয়োজন শুধু ছয় মাসের অনুশীলন। অবশ্য প্রস্তুতি হিসেবে রঞ্জি ট্রফিতে মাত্র তিন ম্যাচ খেলার কথাও বলেন তিনি!!
কলকাতার একটি সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, ‘আমাকে যদি আরও দুইটা ওয়ানডে সিরিজ খেলতে দেওয়া হতো,আমি আরও বেশি রান করতাম। নাগপুরে অবসর না নিলে পরের দুই টেস্ট সিরিজেও রান করতাম।’
গাঙ্গুলি আরো বলেন, ‘এমনকি এখনো যদি আমাকে ছয় মাস অনুশীলন করতে দেওয়া হয়, রঞ্জিতে তিনটা ম্যাচ খেলতে দেওয়া হয়, আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। আমার ছয় মাসও লাগবে না, আমাকে তিন মাস সময় দিলেই আমি রান করব।’
সৌরভের সময়ে টেস্টে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণদের ভিড়ে খুব একটা নিজেকে সামনে এগিয়ে নিতে পারেননি তিনি। একপ্রকার উপেক্ষিত ছিলেনই বলা যায়। এ নিয়ে অবশ্য তার আক্ষেপও রয়েছে। তবে ওয়ানডে ক্রিকেটে ভারতের ‘কিংবদন্তি’ মানা হয় প্রিন্স অব কলকাতাকে।
সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে ১১৩ টেস্টে ১৬ শতক আর ৩৫ অর্ধশতকে রান করেছেন ৭ হাজারেরও অধিক ও ৩১১ টি ওয়ানডেতে ২২ টি শতক ও ৭২ টি অর্ধশতকের সাহায্যে রান করেছেন ১১ হাজারেরও বেশি।
নিউজক্রিকেট/ এইচএএম