টেষ্টে অধিনায়কত্ব করার এটাই সেরা সময়ঃ মুমিনুল

নিউজ ডেস্ক »

বাংলাদেশ সাদা বলে নিয়মিত ভালো করলেও লাল বলে একদম সাদামাটা৷ গত কয়েক সিরিজে গ্রাফটা আরো নগন্য। জিম্বাবুয়ে ছাড়া বলার মত পারফরম্যান্স কারর বিরুদ্ধে ভালো নেই৷ ঘরের বাইরেতো অনেক করুণ অবস্থা। এর ভেতর আবার আইসিসির নিষেধাজ্ঞায় দলের টেষ্ট ও টি-টিয়েন্টি ক্যাপ্টেন সাকিব আল হাসান। যার ফলে বাংলাদেশ জাতীয় দলের টেষ্ট দলের অধিনায়কত্ব দেয়া হয় মুমিনুল হককে। আর মুমিনুলকে অধিনায়কত্বের প্রস্তাব দিতেই তিনি দ্বিতীয়বার ভাবেননি। তিনি অধিনায়কত্ব নিয়ে নিয়েছেন।

তিনি মনে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করার এখনি সেরা সময়। গত রবিবার তামিম ইকবালের লাইভ শো’তে এসে টেষ্ট অধিনায়কত্ব নিয়ে কথা বলেন মুমিনুল। তিনি বলেন, ‘আমার যখন অধিনায়কত্বের প্রস্তাব দেয়া হয় তখন আমার মনে হয়েছিলো এটাই সেরা সময় বাংলাদেশ দলের অধিনায়কত্ব করার। দলে এখন আপনারা তিন চার জন সিনিয়র খেলোয়াড় আছেন। সাথে কিছু তরুণ খেলোয়াড়রাও আছে। আমাদের ভালো স্পিনার আছে যারা ভালো পারফর্ম করছে। সব কিছু মিলিয়ে মনে হলো এটাই সেরা সময়।’

দলের সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা আর ক্রিকেট জ্ঞান কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করে মুমিনুল। তিনি আরো বলেন, ‘আসলে আপনারা যারা সিনিয়র খেলোয়াড় আছেন, তারা আমি মনে করি আরো ৫,৬ বছর জাতীয় দলে খেলবেন। আর তাই সব কিছু মিলিয়ে আমার মতে এটাই সেরা সুযোগ দেশের টেষ্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।’

বাংলাদেশ সময়ঃ ২:০৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »