টেকনিকই সবকিছু নয়ঃ দ্রাবিড়

নিউজ ডেস্ক »

ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন রাহুল দ্রাবিড়। টেস্ট ক্রিকেটের ‘দ্য ওয়াল’ উপাধিও পেয়েছেন তিনি। অধিনায়ক হিসেবেও রয়েছে যথেষ্ট খ্যাতি। ক্রিকেটের টেকনিক মেনে শতভাগ সফল হওয়া একজন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। অথচ ‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটার শুধুমাত্র টেকনিকের ওপরই ভরসা করতে মানা করেছেন চেতেশ্বর পুজারাকে। চেতেশ্বর পুজারা যিনি কিনা বর্তমানে ভারতের টেস্ট দলের এক ভরসার নাম।

ভারতের বর্তমান টেস্ট দলের ব্যাটিং জিনিয়াস পুজারার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উঠে এসেছে এমন তথ্য।

ইএসপিএনক্রিকইনফোকে পুজারা বলেন, ‘রাহুল দা’র ভালো একটি দিক হলো, ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক অবস্থা তিনি খুব ভালো করে বুঝতেন। আমি সৌভাগ্যবান ছিলাম যে আমার ঠিক সময়টায় (শুরুতেই) তাঁকে পেয়েছি। তরুণ বয়সে তিনি আমাকে এটা বুঝতে সাহায্য করেছিলেন যে, ব্যাটিংয়ে টেকনিকই সবকিছু নয়। তরুণ ক্রিকেটার হিসেবে টেকনিকে বেশি মনোযোগ দেওয়ার ইচ্ছা থাকতে পারে। সময়ের সঙ্গে আমি বুঝেছি, টেকনিক অবশ্যই প্রয়োজন, কিন্তু পাশাপাশি আরও কিছু বিষয় আছে।’

২০১০ সালে পুজারার যখন টেস্ট অভিষেক হয় তখনো লাল বলের ক্রিকেটে খেলে যাচ্ছিলেন রাহুল দ্রাবিড়। পুজারাকে অনেক কাছ থেকে দেখেছেন তিনি। তাই তিনি মনে করেন টেকনিক ছাড়াও আরো কিছু বিষয়ে নজর রাখা দরকার।

পুজারার ভাষায়, ‘ক্রিকেট থেকে মাঝেমধ্যে দূরে থাকাও জরুরি, এটা বুঝতে আমাকে সাহায্য করেছিলেন তিনি। ভাবনাটা আমারও ছিল। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার পর আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছি এবং নিশ্চিত হয়েছি যে কী করতে হবে।তাঁর এই পরামর্শকে আমি অনেক মূল্য দেই। অনেকেই মনে করে, আমার মন শুধুই ক্রিকেটে। হ্যাঁ, অবশ্যই ক্রিকেটে আমি মনোযোগী। তবে এটাও জানি, কখন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়। ক্রিকেটের বাইরেও জীবন আছে।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »