নিউজ ডেস্ক »
এই বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে তা আদৌ হবে কিনা তা নিয়ে আছে সংশয়। বিশ্বকাপ যথা সময়ে হওয়া বা না হওয়া নিয়ে সাবেক ক্রিকেটাররা তাদের মত দিচ্ছেন নিজেদের মতো। এবার সে দলে যোগ হলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি মনে করেন বিশ্বকাপ পেছালেই ভালো হবে সবার৷
করোনাকালে যদি বিশ্বকাপ আয়োজন করে তাহলে সবার স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা দর্শক শূন্য মাঠে আয়োজন করতে হবে। কিন্তু এমন আয়োজনের পক্ষে না ওয়াসিম আকরাম। তিনি এটি মানতে পারছেন না। তিনি মনে করেন এই রকম হলে রঙ হারাবে বিশ্বকাপ।
ওয়াসিম আকরাম বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি দর্শক শূন্য মাঠে বিশ্বকাপ ভালো পরিকল্পনা না। দর্শক ছাড়া এটি সম্ভব না। দর্শকরা খেলার রঙ। বিশ্বকাপ মানেই দর্শকদের সমারোহ। নানান দেশ থেকে মানুষ আসে তাদের দলকে সমর্থন করতে। একটা উৎফুল্ল পরিবেশ পাওয়া যায়৷ যেটা দর্শক শূন্য মাঠে সম্ভব না।’
তিনি বিশ্বাস করেন আইসিসি আরো অপেক্ষা করবে সব স্বাভাবিক হওয়ার জন্য। ক্রিকেটের ছোট্ট পরিসরের বিশ্বকাপ দর্শক শূন্য মাঠে আয়োজন ঠিক হবেনা বলে তিনি মনে করেন৷ তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আইসিসি আরো অপেক্ষা করবে উপযুক্ত সময়ের জন্য। মহামারী চলে যাওয়ার পর যখন সব কিছু ঠিক হবে তখনই আমরা ভালো বিশ্বকাপ দেখতে পাবো।’
নিউজক্রিকেট/রীম