টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে মরিয়া অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক »

বর্তমানে পুরো বিশ্ব জুড়ে চলছে এখন করোনা নামক এক ভাইরাসের প্রকোপ। আর করোনা ভাইরাসের কারণে সকল প্রকার খেলাধুলা কিংবা বড় টুর্নামেন্ট স্থগিত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। তবে যেকোনো উপায়েই হোক না কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া ক্রিকেট অষ্ট্রেলিয়া।

তবে একটা ভালো খবর হচ্ছে যে, করোনা ভাইরাসের এই মহামারীতে ব্যবস্থাপনায় দক্ষতায় বিচক্ষণতার পরিচয় দেয়া দেশগুলোর মধ্যে একটি হচ্ছে অষ্ট্রেলিয়া। তাই অষ্ট্রেলিয়াতেও এই বিশ্বকাপের মতো মেগা আসর আয়োজনের আলোচনা বর্তমানে আরো গুরুত্ব পাচ্ছে।

তবে অষ্ট্রেলিয়া ক্রিকেট দল বর্তমানে একটু বিপাকেই রয়েছে। কেননা তাদের আসন্ন ভারত সফর পিছিয়ে বা স্থগিত হলে ক্রিকেট অষ্ট্রেলিয়াকে গুণতে হবে অনেক বড় অঙ্কের লোকসান যা অষ্ট্রেলিয় ডলারে আসে ৩০০ মিলিয়ন ডলার। আর এই কারণে হলেও অষ্ট্রেলিয়া চাচ্ছে যে যেকোনো উপায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া। মোটা অঙ্কের ক্ষতি যেন না হয় তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দেশের সরকারের সাথে নিয়মিত আলোচনা করে চলছে। ক্রিকেট অষ্ট্রেলিয়া ও অষ্ট্রেলিয়া সরকার দু’পক্ষ রয়েছে দোটানায়।

দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেছেন, ” টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি যথা সময়ে অনুষ্ঠিত হয় তাহলে তো অবশ্যই ভালো। তবে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করেছে তা যদি চলে তবে এতগুলো দলকে এখানে আনা কঠিন হবে আমাদের জন্য। তবে এর চেয়ে বড় সমস্যা হবেনা দর্শক ব্যবস্থাপনা নিয়ে। এই মেগা ইভেন্টে পুরো বিশ্বের আলাদা নজর থাকবে। দেখুন একটি বিষয় হচ্ছে দর্শকপূর্ণ ও দর্শকশূণ্য স্টেডিয়ামে খেলার চিত্র একেবারেই আলাদা। তবে আমরা বর্তমানে যে বিষয়টি নিয়ে ভাবছি তার হলো, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কোনো ভাবেই টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা।”

বাংলাদেশ সময়: ৯.১৫ পিএম

নিউজ ক্রিকেট/ জিএনএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »