নিউজ ডেস্ক »
যুক্তরাষ্ট্রের ক্রিকেট এখন সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি পেলো ওয়ানডে স্ট্যাটাস। তবে তারা এখন ফুটবলের মত ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে চায়। ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী আমেরিকা। আইসিসির পরবর্তী ক্যালেন্ডারেই যুক্তরাষ্ট্র টি-বিশ্বকাপটি আয়োজন করতে চাইছে।
ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট দলের অনেক ম্যাচই এখন যুক্তরাষ্ট্রে হয়। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের সেই ফোর্ট লডারহিল মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে এসেছিলো বাংলাদেশ। এই মাঠটি ছাড়াও বিশ্বকাপ আয়োজনের জন্য আরো ৬টি স্টেডিয়াম তৈরির কথা জানালেন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ইয়ান হিগিন্স।
হিগিন্স তার দেশের ক্রিকেট নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের ক্রিকেট আগামী ২০৩০ সালের ভেতরেই টেষ্ট স্ট্যাটাস পাবে। তিনি যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দিতে চান।
যুক্তরাষ্ট্রে উপমহাদেশের অনেক লোক বসবাস করেন। ফলে সেখানে বিশ্বকাপ হবে দর্শকের অভাব হবেনা। হিগিন্স আলাদাভাবে ভারত- পাকিস্তান ম্যাচের ব্যাপারে কথা বলেন। তিনি মনে করেন এই ম্যাচের টিকেটের জন্য উপচে পড়বে মানুষ।
নিউজক্রিকেট/রীম