নিউজ ডেস্ক »
শ্রীলঙ্কা ক্রিকেট ইতিহাসের অনেক বড় এক নাম অর্জুনা রানাতুঙ্গা। তাঁর হাত ধরেই ৯৬ বিশ্বকাপ নিজেদের করে নেয় লঙ্কানরা। রানাতুঙ্গা দেড় যুগের লম্বা ক্যারিয়ারে খেলেছেন ৯৩ টেস্ট ও ২৬৯ ওয়ানডে। সাবেক এই শ্রীলঙ্কান কিংবদন্তি এখনো মজে আছেন টেস্ট ক্রিকেটেই। তাঁর কাছে টেস্ট ক্রিকেট মায়ের হাতের রান্না। তবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ তথা টি-টোয়েন্টি ফরম্যাটকে ‘ইনস্ট্যান্ট নুডুলস’ মনে করেন তিনি।
৫৬ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘টেস্ট ক্রিকেট হলো মায়ের হাতে তৈরি খাবারের মতো। প্রচুর ভালবাসা, যত্ন এবং ধৈর্য্যসহ তৈরি করা হয় যা একটি পুষ্টিকর খাবার। অপরদিকে টি-টোয়েন্টি হলো ইনস্ট্যান্ট নুডুলসের মতো।’
বর্তমান খেলোয়াড়দের কাছে অনেকটাই প্রিয় টি-২০ বা শর্টার ফরম্যাট। আইপিএল,বিগব্যাশ,বিপিএল এর মতো জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লীগ গুলোর কারণে খেলোয়াড়েরা টি-২০ এর প্রতি বেশি ঝুকছে। প্রচুর টাকা সাথে শর্ট ফরম্যাট সব মিলিয়ে খেলোয়াড়েরা এখন নিজেদেরকে আক্রমণাত্মক ব্যাটিং এর জন্যই তৈরি করছে যার ফলে টেস্ট এর প্রতি খেলোয়াড়দের ইচ্ছা কম। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক মনে করেন, ‘টি-২০ ফরম্যাট ক্ষুদা মেটালেও টেস্টের মতো তৃপ্তি দিতে পারে না’।
আইসিসিও অবশ্য টেস্টে মনযোগ ফেরাতে কম চেষ্টা করেনি। দর্শকরাও যাতে টেস্ট ম্যাচ উপভোগ করতে পারে সেজন্য গোলাপী বলের ডে-নাইট টেস্ট আয়োজন করেছে। লঙ্কান লিজেন্ড রানাতুঙ্গা মনে করেন টেস্টের মধ্যেও এখন আক্রমণাত্মক ব্যাটিং টা ঢুকে গেছে। তিনি বলেন, ‘আগে হয়তো আমরা বেশিরভাগ বল খেলতাম না আর এখন শর্ট বল কিংবা বাউন্সার ও মারার প্রবণতা দেখা যায় খেলোয়াড়দের মধ্যে।’
রানাতুঙ্গা আরও বলেন, ‘দশ বছর বা তারও আগে টেস্ট ম্যাচে মারার জন্য পুরোপুরি আলগা বলের অপেক্ষায় থাকত ব্যাটসম্যানরা। কিন্তু এখন মাঝারি মানের ডেলিভারিতেও তারা শট খেলে থাকে।’
নিউজক্রিকেট/এইচএএম