টি-টোয়েন্টিতে রশিদ খানের ৫০০ উইকেটর মাইলফলক

স্টাফ রিপোর্টার »

বিশ্বের ২য় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটে মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের জাদুকরী লেগ স্পিনার রশিদ খান। গতকাল (সোমবার) দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের একটি ম্যাচে ৫০০তম শিকার করেন রশিদ।

রহস্যময়ী এই লেগ স্পিনার সমগ্র বিশ্বের টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান। আইপিএল, বিপিএল, বিগব্যাশের মত বিশ্বমানের টি-টোয়েন্টি লিগের নিয়মিত মুখ রশিদ। তিনি মাত্র ২৪ বছর বয়সী ৫০০ উইকেট শিকারের মাধ্যমে বিশ্বের সবচেয়ে কমবয়সী হিসেবে এই রেকর্ড গড়েন রশিদ।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তার শিকার ৬১৪। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রশিদ রয়েছেন ২য় অবস্থানে।

রশিদের পরেই রয়েছেন আরেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার সুনীল নারিন। তার শিকার সংখ্যা ৪৭৪। এদিকে ৪৩৬টি শিকার নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »