নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে ক্রিকেটে বিশ্বে অন্যতম সেরা তারকাদের একজন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন তিনি। চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন এক রেকর্ড গড়েছেন বাবর আজম। এতে উইন্ডিজ মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে ছাড়িয়েছেন এ পাক তারকা ক্রিকেটার।
চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ১২ রানে হারিয়েছে পেশোয়ার জালমি। ওই ম্যাচেই টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়েছেন বাবর আজম। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ হয়েছে পাকিস্তানের অধিনায়কের।
সেইদিন পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ৩৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাবর আজম। ১০ চারে ১৬৪ স্ট্রাইকরেটে করা এ ঝড়ো ইনিংস খেলেছেন এ তারকা ব্যাটার।
দ্রুততম সময়ে টি-টোয়েন্টিতে ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করছেন বাবর। ৯ হাজার রান পূর্ণ করতে ২৪৫ ইনিংস খেলেছেন এ পাকিস্তানি ব্যাটার। এর আগে দ্রুততর সময়ে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২৪৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন গেইল।
দ্রুত সময়ে এ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৭১ ইনিংস খেলে ৯ হাজার রান করেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করতে যথায়ক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংস খেলেছেন।
এস.আর/নিউজক্রিকেট২৪