টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফেরার কথা ছিল  ভিলিয়ার্সের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবসর ভেঙ্গে আবারো টি-টুয়েন্টি ফরম্যাটে  ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্স। কবে নাগাদ ফিরবেন সেটা অপ্রকাশিত ছিল এতদিন। অবশেষে প্রোটিয়া কাপ্তান কুইন্টেন ডি কক জানালেন আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারো প্রোটিয়া জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুতি ছিলেন এবি।করোনার কারনে টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্তে এই প্রোটিয়া তারকার জাতীয় দলে ফেরার অপেক্ষা আরো বেড়ে গেল।

২০১৮ সালে হঠাৎ সবাইকে অবাক করে আকস্মিক অবসরের ঘোষণা দেন এবিডি ভিলিয়ার্স। হঠাৎ এই তারকার এমন সিদ্ধান্তে হতবাক হয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে আবারো মাঠে ফেরানোর জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।তবে কিছুদিন আগে সাবেক প্রোটিয়া ক্রিকেটার মার্ক বাউসার ও গ্রায়েম স্মিথের কল্যানে আবারো অবসর ভেঙ্গে দলে ফেরার ঘোষণা দেন এবি। টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাইশ গজে আবারো প্রত্যাবর্তন করার কথা থাকলেও আসর স্থগিত হওয়ায় এবিকে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »