টানা ৩ হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটি জয় পেয়েছিল টাইগ্রেসরা। এতে ১০ বছরের আক্ষেপ ঘোচানোরে সঙ্গে সঙ্গে সেমিফাইনালের স্বপ্ন দেখে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

কিন্তু পরের তিন ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছে জ্যোতি-নাহিদারা। এতে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তাই একটি মাত্র জয় নিয়ে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

শনিবার (১২ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৬ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »