নিউজ ডেস্ক »
২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগে টানা ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে। ঐ ম্যাচে অধিনায়কত্বের পালন করেছিলেন তিনি। ফাইনাল ম্যাচটি তারা ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায়। সম্প্রতি শ্রীলঙ্কার দলের বিপক্ষে ম্যাচটি গড়াপেটার গুরুতর অভিযোগ করেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনান্দ আলুথগেমেজ।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কুমার সাঙ্গাকারাকে ডাকা হয় শ্রীলঙ্কান পুলিশের বিশেষ তদন্তকারী ইউনিটে সেখানে টানা দশ ঘন্টা ধরে তাকে জেরা করা হয়। তদন্ত শেষে সাঙ্গাকারা গণমাধ্যমে জানান, ‘আমি আমার দায়িত্ববোধ এবং ক্রিকেটের প্রতি শ্রদ্ধার কারণে এখানে এসেছিলাম আমার বিবৃতি দিতে।’
‘আমি আশা করি এই তদন্ত শেষে মহিন্দনান্দ আলুথগেমেজের অভিযোগের সত্যতা প্রকাশ হবে।’ সাথে যোগ করেন সাঙ্গাকারা। তবে পুলিশি জেরায় তাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয় এই বিষয়ে কিছুই জানাননি তিনি। এই তদন্তের অংশ হিসেবে আজ (শুক্রবার) জিজ্ঞাসাবাদ করা হবে তৎকালীন সহকারী অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে।
প্রথম খেলোয়াড় হিসেবে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির উদ্ভোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। প্রায় দুই ঘন্টা যাবত পুলিশি জেরার মুখে পড়েন এই ব্যাটসম্যান। এর একদিন পর জিজ্ঞাসাদের জন্য ডাকা হয় তৎকালীন প্রধান নির্বাচক আর্বিন্দ ডি সিলভাকে। তাকেও প্রায় ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা এই জেরা করার বিষয়টি ভালভাবে নেয় নি। বিশেষ করে কিংবদন্তি সাঙ্গাকারাকে ১০ ঘন্টা জেরা করা এক প্রকার মানসিক নির্যাতন বলে মনে করেন তারা। এ নিয়ে আন্দোলনে নেমেছে শ্রীলঙ্কার ক্রিকেট প্রেমীরা।
নিউজক্রিকেট/এমএস