নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ ক্রিকেট পাওয়ার হিটিংয়ের খেলা, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটিং যেন এক আক্ষেপের নাম। পাওয়ার হিটিং দুর্বলতার কারণে বিশ্ব ক্রিকেট থেকে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশের টি২০ ক্রিকেট। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিং সামর্থ্য নেই সেটা মানতে নারাজ বাংলাদেশ টি২০ দলের টেকনিক্যাল এডভাইজার শ্রীধরন শ্রীরাম।
বড় ইনিংস খেলার লক্ষ্যে উইকেটে থিতু হতে গিয়ে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেন না ব্যাটাররা। এছাড়া পাওয়ারপ্লেতে রান তুলতে না পারার ব্যর্থতা তো আছেই। ফলে স্বভাবতই একাধিকবার এমন কথা উঠেছে- বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের সামর্থ্য নেই।
তবে এমন দাবির পক্ষে একমত নন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তিনি মনে করেন, খেলোয়াড়দের স্বাধীনভাবে ব্যাটিংয়ের সবুজ সংকেত দিলে নাঈম শেখ, এনামুল হক বিজয়রাও হাঁকাতে পারবেন বড় বড় শট।
শ্রীরাম বলেন, ‘তাদেরকে স্বাধীনভাবে খেলার অনুমতি দিতে হবে। এটা নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশি ব্যাটারদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। আত্মবিশ্বাস নিয়ে নিজেদের মেলে ধরতে হবে।’
নিয়মিত রানের দেখা পেলেও নাঈম শেখ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন স্লো ব্যাটিংয়ের কারণে। এশিয়া কাপের স্কোয়াডে প্রথমবার সুযোগ না পেলেও পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয় তাকে। এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।তবে শ্রীধরন জানালেন, নাঈম জানেন তাকে কীভাবে ব্যাট করতে হবে।
তিনি বলেন ‘নাঈম একজন ন্যাচারাল স্ট্রাইকার। তাকে কী করতে হবে, তার কাছ থেকে কী প্রত্যাশা করি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আশা করি মাঠে গেলে স্বাভাবিক খেলাটাই খেলবে। বল দেখতে হবে, হিট করতে হবে… আমরা সংখ্যা নিয়ে বেশি ভাবছি না। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। কন্ডিশন মেনে যত দ্রুত সম্ভব পার্টনারের সাথে মানিয়ে নিতে হবে।’
মুশফিক ও রিয়াদকে নিয়ে শ্রীরাম বলেন, ‘তারা দলে অবদান রাখতে মুখিয়ে আছে। আমরা তাদের শুধু কঠোর পরিশ্রম করতে বলেছি। তারা সাফল্য পাওয়ার মতো যথেষ্ট ভালো খেলোয়াড়। তাদের নিজেদের ভূমিকা বলে রাখা হয়েছে।’