নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে এবার টাইগারদের মিশন সুপার ফোর। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। আজ (০৬ সেপ্টেম্বর) গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। এর আগে দলে আছে ইনজুরির সমস্যা। আফগানদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল শান্ত। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন লিটন দাস।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হার তারপর শান্ত, মিরাজ, তাসকিনদের দাপটে দ্বিতীয় ম্যাচে আফগানদের দূর্দান্তভাবে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। এখন প্রথম ম্যাচেই গাদ্দাফিতে মুখোমুখি হবে ওয়ানডে ফরম্যাটে শীর্ষে থাকা পাকিস্তানের বিপক্ষে। তাইতো স্বাগতিকদের স্টেডিয়ামে জিততে হল হারাতে হবে পাকিস্তান ও তাদের সমর্থকদের।
এদিকে টাইগার ডেরায় সবাই আছেন দারুন ছন্দে। সাকিব, মুশফিক তাসকিনরা সবাই নিজেদের ঝালিয়ে নিয়েছেন। তবে ছিটকে গেছেন নাজমুল শান্ত। তার জায়গায় দলে ফিরবেন লিটন দাস। অসুস্থতা কাটিয়ে সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে পাড়ি জমান এ ওপেনার। ২০১৮ এশিয়া কাপের আসরে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। এবারও সেই লক্ষেই মাঠে নামার অপেক্ষায় লাল সবুজের দল।
ম্যাচের আগে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন পাকিস্তানর মতো কন্ডিশনে যে কোনো ক্রিকেটারে জন্য খেলা কঠিন। তাসকিন বলেন, ‘শুধু পেস বোলারদের জন্য না। যে কারো জন্যই এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন। তাও যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেক্ষেত্রে আমরা আমাদের রিকোভারিতে বেশি খেয়াল রাখছি। একই সঙ্গে টিমের ফিজিও-ট্রেনার তারাও আমাদের অনেক সাহায্য করছে। আমরা আমাদের নিজেদের যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করেছি যেন আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং তাও এর মধ্যেই সেরাটা খেলতে হবে।’
এদিকে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় আর ভারতের বিপক্ষে পরিত্যাক্ত ম্যাচ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এছাড়াও ঘরের মাঠে খেলা তাইতো ফেভারিট হিসেবেই নামবে বাবর আজমরা। তবে ফলাফল যাই হোক তা খেলার মাঠেই দেখা যাবে।
আরএ/নিউজক্রিকেট২৪