দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
চায়ের দেশ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। আজ অভিষেক হচ্ছে তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়ের। ইনজুরির কারণে দলে নেই মেহেদী হাসান মিরাজ। জায়গা হারিয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন। তবে একাদশে আছেন ইয়াসির আলী রাব্বি।
তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সাথে পেস অ্যাটাকে আছেন ইবাদত হোসেন। অন্যদিকে, সাকিব আল হাসানের সাথে আরেক স্পিনার নাসুম আছেন দলে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে নজরকাড়া পারফরম্যান্সের উপহার হিসেবেই সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছিলো হৃদয়ের। এবার অফফর্মে থাকা আফিফের জায়গায় ওয়ানডে দলে অভিষিক্ত হলেন তিনি। ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মিরাজ আজ না খেললেও পরের ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন অধিনায়ক তামিম।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল (অধি), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট), তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।