নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের দিকেই চোখ ছিলো সবার। অবশেষে আসরের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে লজ্জাজনক পরাজয়ের পর উত্তাপটা বেড়ে গেছে অনেক।
ম্যাচের শুরুতেই ভাগ্যের খেলায় জিতে গেলো ভারত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাবর আজমের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষ অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নামবে পাকিস্তান। দুই দলই নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুযুবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক) মোহাম্মদ রিজওয়ান, ফাখার জামান, ইফতিকার আহমেদ, খুশদিন শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানী।