নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। অ্যান্টিগার পর এবার সেন্ট লুসিয়াতেও টস হেরেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জশুয়া ডি সিলভা, রেইমন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।