স্টাফ রিপোর্টার »
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ইয়াসির আলী চৌধুরী রাব্বির জায়গায় একাদশে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের (৩৪৯ রান) ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।
আয়ারল্যান্ডের একাদশ : পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।
এস.আর/নিউজক্রিকেট২৪