নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ৮ দলের টপ অ্যান্ড টি২০ সিরিজে রানার্সআপ হয়েছে বাংলাদেশ এইচপি দল। ফাইনালে ৩২ রানে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হয়েছে টাইগাররা। টপ অ্যান্ড টি২০ সিরিজের ৮ দলের মধ্যে অধিকাংশ দলই ছিলো বিগব্যাশের দল। ভিন্ন দেশের মধ্যে বাংলাদেশ এইচপি ও পাকিস্তান শাহিন একাদশ খেলেছিলো এই লিগে।
আফিফ হোসেন ও আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি দলের রানার্সআপ হওয়া অবশ্যই বড় সফলতা বলতে হবে। এইচপি দলের ক্যাম্প নিয়মিত আয়োজন না হলেও অস্ট্রেলিয়ায় খেলার উদ্দেশ্য গঠিত এবারের দলটিতে বাংলাদেশের ভবিষ্যত সম্ভাবনাময় প্লেয়ারদের জায়গা হয়েছে, যারা ব্যক্তিগত ভাবে খুব বেশি সফলতা না পেলেও দলীয় সফলতা দুর্দান্ত ছিল, বলতেই হবে।
বাংলাদেশ এইচপি দলকে ফাইনালে আনতে বোলারদের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছেন কয়েকজন ব্যাটার, যাদের মধ্যে শামীম পাটোয়ারী, মাহফুজ রাব্বি, পারভেজ ইমনরা অন্যতম।
বাংলাদেশীদের মধ্যে ব্যাট হাতে ৮ ম্যাচে সর্বোচ্চ ১৮৬ রান করেন পারভেজ ইমন ও শামীম পাটোয়ারী। দুজনেই ১টি করে ফিফটি করেন। ৩য় সর্বোচ্চ ১৭২ রান করেন জিসান আলম। ১ ফিফটির ইনিংসও আছে জিসানের। তানজিদ তামিম ১৩৪ ও মাহফুজুর রহমান রাব্বি ১৩২ রান করেন। আকবর আলী ১২১ রান করেন। সর্বোচ্চ রান সংগ্রাহক ৬ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪৩.৪৭ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন মাহফুজ রাব্বি। ২য় সর্বোচ্চ ১২২.৮৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন জিসান আলম।