জুয়ারির দাবি ক্রিকেটের সব ম্যাচই পাতানো!

নিউজ ডেস্ক »

ফিক্সিং কিংবা পাতানো, ক্রিকেটের এক কালো অধ্যায়। ক্রিকেটের সব চাইতে নিকৃষ্ট ব্যাপার এই ম্যাচ পাতানো। ফিক্সিং কেলেংকারীতে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। অর্থ ও ব্লেকমেইলের কারণে। খেলোয়াড়েরা এই ফিক্সিং কেলেংকারীতে জড়িয়ে যায়। এবার এই ফিক্সিং নিয়ে বড় সড় একটি বোমা ফাটালেন ভারতীয় জুয়াড়ি সঞ্জিব চাওলার। তার মতে ক্রিকেটের সব ম্যাচ এখন পাতানো।

১৯৯৩ সাল থেকে ক্রিকেটে ম্যাচ পাতিয়ে আসছিলেন সঞ্জিব চাওলা। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হানসি ক্রিনিয়েকে দিয়ে ম্যাচ পাতিয়েছিলো সঞ্জিব। সঞ্জিব যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছিলো যার ফলে তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও ভারত পুলিশ তাকে এতদিন গ্রেফতার করতে পারেনি। অবশেষে ২০১৬ দিল্লি পুলিশের অনুরোধে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্যে।

তিনি ভারতে এসেই চাঞ্চল্যকর তথ্য দিলেন। তিনি জানান ক্রিকেটের কোনো ম্যাচই সঠিক ভাবে হয়না। সব ম্যাচ পাতানো। তিনি বলেন, ‘ক্রিকেটে কোনো ম্যাচই সৎভাবে খেলা হয় না এবং সব ক্রিকেট ম্যাচই পাতানো হবে এটা নিশ্চিত করার জন্য সবখানে লোক থাকে। অন্ধকার জগতের অনেক বড় সিন্ডিকেট। যেসব হয় সব চলচ্চিত্র, যা কারও না কারও দ্বারা পরিচালিত হয়।’

অন্ধকার জগতের সব লোক অনেক ভয়ংকর জানিয়ে সঞ্জিব আরো বলেন, ‘অন্ধকার জগতে যারা আছেন তারা সবাই অনেক ভয়ংকর। অনেক বড় সিন্ডিকেট এর সাথে জড়িত। এর উপর বেশি তথ্য দিলে আমাকে তারা মেরে ফেলবে।’

দিল্লি পুলিশের দাবি এই ব্যাপারটা এখনো তদন্তে আছে। তাই এখনি তারা কিছু বলতে পারবেন না। সব তথ্য পাওয়া গেলে সব জানানো হবে।

বাংলাদেশ সময়ঃ

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »