জিম্বাবুয়ে স্কোয়াডে বদলী হিসেবে স্টুয়ার্টের অন্তর্ভুক্তি

সাজিদা জেসমিন »

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ৩ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দু’দল। বেশ পরিবর্তন নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে স্কোয়াডেও।

প্রথম ম্যাচে দলে নেই প্রত্যাশিত সিন উইলিয়ামসন। অথচ ওয়ানডে সিরিজেই দলে ফেরার কথা ছিলো তাই। একাদশে নেই আরেক নির্ভরযোগ্য খেলোয়াড় আরভিন ও। উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার ছিলো ক্রেইগ আরভিনের উপর৷ কিন্তু স্কোয়াডে নেই দুজনই।

কারণ স্পষ্ট হলো একটু পরেই। স্ত্রী- সন্তানের পাশে থাকার জন্য দলের বাইরে থাকা উইলিয়ামসন বাংলাদেশে আসবেন আজ। পরবর্তী ম্যাচে দেখা যাবে তাকে। আর অসুস্থতার কারণে দলে নেই নির্ভরযোগ্য খেলোয়াড় আরভিন ও। দ্বিতীয় ম্যাচ থেকে তাকেও দেখা যাবে দলে।

মূলত নিয়মানুসারে প্রতিটা দল ১৬ সদস্যের স্কোয়াড সাজান। যাতে বদলী খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ে নামানো যায় বাকিদের থেকে। কিন্তু দলের নির্ভরযোগ্য দুজন না থাকায় বেশ বিপাকে পড়েছেন জিম্বাবুয়ে দল। তাই উপায়ান্তর না পেয়ে সাপোর্ট স্টাফ স্টুয়ার্ট মাতসিকেনিয়ারির দারস্থ হতে হলো।

মাতসিকেনিয়ারি শেষবার জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ২০১৫ সালে। শেষবার বাংলাদেশ যাত্রাও ছিলো খেলোয়াড় হিসেবে। তবে এবার এসেছেন নতুন পদবী নিয়ে। কিন্তু ১৬ স্কোয়াড পূর্ণ করার লক্ষ্যে উপায়ান্তর না পেয়ে স্কোয়াডে আবারো খেলোয়াড়ের ভূমিকায় স্টুয়ার্ট। দলের প্রয়োজনে আবারো খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে তাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »