জিম্বাবুয়ে দলে ফিরলেন মুজারাবানি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঊরুর পেশির চোট থেকে সেরে উঠেছেন ব্লেসিং মুজারাবানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বাঁহাতি এই পেসার। হ্যামস্ট্রিং চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন।

তিন ম্যাচের সিরিজটির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

এ দিনই অস্ট্রেলিয়ার টাউন্সভিলের উদ্দেশে উড়াল দিয়েছে জিম্বাবুয়ে দল। আরভিনের অনুপস্থিতিতে এই নিয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিতে যাচ্ছেন রেজিস চাকাভা। তার নেতৃত্বে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশড হয় জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর ভারতের বিপক্ষেও খেলতে পারেননি মুজারাবানি।

ওই দুই সিরিজে খেলতে না পারা আরেক পেসার টেন্ডাই চাটারা নেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও। কাঁধের চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। এই সিরিজেও নেই ওয়েলিংটন মাসাকাদজা। কাঁধের চোটে বাইরে আছেন বাঁহাতি এই স্পিনার।

চোটে ছিটকে গেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মিল্টন শুম্বাও।
ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন জন মাসারা, টানাকা চিভাঙ্গা ও ডোনাল্ড টিরিপানো। এর মধ্যে প্রথম দুজন দেশে থাকবেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। জিম্বাবুয়ে সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ম্যাচ খেলেছিল ২০১৫ বিশ্বকাপে। তার আগেরবার খেলেছিল ২০০৪ সালে, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে।

ওয়ানডেতে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার সবশেষ দেখা হয়েছিল ২০১৪ সালে। হারারেতে সেই ম্যাচে জিতেছিল জিম্বাবুয়ে। এই সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ বারের দেখায় যা তাদের মাত্র দ্বিতীয় জয়। প্রথমটি ছিল ১৯৮৩ বিশ্বকাপে, আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল জিম্বাবুয়ের প্রথম ম্যাচ। আসন্ন সিরিজটি প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল ২০২০ সালের অগাস্টে। কিন্তু কোভিড মহামারীর কারণে স্থগিত হয়েছিল তখন।

সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এখন পর্যন্ত ১৮ ম্যাচের তিনটি জিতে ১৩ দলের মধ্যে জিম্বাবুয়ের অবস্থান ১২ নম্বরে। স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাত দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া আছে অষ্টম স্থানে। টাউন্সভিলে ম্যাচ তিনটি হবে আগামী ২৮, ৩১ অগাস্ট ও ৩ সেপ্টেম্বর।

জিম্বাবুয়ে ওয়ানডে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, টাকুডজোয়ানাশে কাইটানো, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »