জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড ঘোষণা,দলে এসেছে নতুন মুখ

সাজিদা জেসমিন »

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শেষ হয়েছে। এবার ৩ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য দু’দলই পাড়ি জমাবে সিলেটে। ইতিমধ্যেই বাংলাদেশ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এবার সফরকারী দলও তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।

১,৩ ও ৬ ই মার্চ তিন ম্যাচ ওয়ানডেতে সিলেটে মুখোমুখি লড়বে বাংলাদেশ দল। দিবারাত্রির এই ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর ২ম্যাচের টি-২০ সিটিজ হবে ঢাকায়। ম্যাচ দু’টি ৯ ও ১১ই মার্চ অনুষ্ঠিত হবে।

৩ম্যাচের এই ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দলে আসছে ৫ পরিবর্তন। দলের নেতৃত্ব প্রদান করবেন চামু চিভাভা। স্ত্রীর অসুস্থতার কারণে টেস্ট দল থেকে নাম সরিয়ে নেওয়া শন উইলিয়ামস দলে ফিরেছেন। দলে নতুন মুখ হিসেবে থাকছেন অনুর্ধ্ব – ১৯ বিশ্বকাপে চমক জাগানো তরুণ উইসলে মাধেভের। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন টিনাসে কামুনহুকামে, রিচমন্ড মুতুম্বামিরাও।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ১৫ সদস্যের স্কোয়াডঃ
চামু চিভাভা(অধিনায়ক), সিকান্দার রাজা, টিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, উইসলে মাধেভের, টিনাসে কামুনহুকামে, ক্রিস্টোফার এমপোফু, চার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতোম্বোজি, রিচমন্ড মুতোম্বামি ( উইকেটকিপার), অ্যাইন্সলে লোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন শুমা এবং শন উইলিয়ামস।

ওয়ানডে সিরিজের সময়সূচীঃ ১ মার্চ,৩ মার্চ ও ৬ মার্চ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »