নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাএ টেস্ট। ৩য় দিনে ৯ রানে ২ উইকেট হারিয়ে ৪র্থ দিনে নামা জিম্বাবুয়েকে আরও চেপে ধরেছে স্বাগতিকরা।
৪র্থ দিনের সকালের ১ম সেশনেই কেভিন কাসুজা ও ব্রেন্ডন টেইলরকে হাঁরিয়ে বেশ বিপাকে পড়ে জিম্বাবুইয়ানরা।
দলীয় ১৫ রানের মাথায় তাইজুলের শিকার হন কাসুজা।
তারপর অধিনায়ক আরভিনকে নিয়ে ধীরে ধীরে রান করতে থাকা টেলরকে প্যাভিলিয়নে পাঠান নাঈম হাসান।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের ২য় ইনিংসে সংগ্রহ ২১ ওভারে – ৬০/৪ & ১ম ইনিংস – ২৬৫।
বাংলাদেশের ১ম ইনিংসে সংগ্রহ – ৫৬০/৬ ডিক্লেয়ার।