নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে আরো একটি স্থগিত হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ জিম্বাবুয়ের সাথে আসন্ন ওয়ানডে সিরিজটি স্থগিত করে দেয়। তারা জানায় নির্ধারিত সময়ে হচ্ছেনা জিম্বাবুয়ে সিরিজ।
সামনের আগস্টে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিলো জিম্বাবুয়ের। কিন্তু তা করোনাভাইরাসের কারণে হচ্ছেনা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় দুই বোর্ড পরবর্তী সময়ে বসে অন্য একটি দিনক্ষণ চূড়ান্ত করবে।
তবে এই সিরিজ স্থগিত হওয়ার কারণে হতাশ জিম্বাবুয়ের পরিচালক গিবমোর মাকোনি। তিনি বলেন, ‘আমরা আমাদের এই সিরিজের জন্য বেশ রোমাঞ্চিত ছিলাম। অনেকদিন পর আমাদের অস্ট্রেলিয়া সফরে যাওয়া নিয়ে মুখিয়ে ছিলাম। তবে এই পরিস্থিতি আমাদের হতাশ করেছে৷’
সিরিজটি পুনরায় হওয়ার আশায় মাকোনি। তিনি আরো বলেন, ‘সিরিজটি যেন হতে পারে তা আবার অবশ্যই চেষ্টা করবো। আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের এই ব্যাপারে সাহায্য করবে।’
নিউজক্রিকেট/রীম