জাহাঙ্গীরনগরের ২০০ দোকানীর পাশে দাঁড়ালেন মুশফিক

নিউজ ডেস্ক »

করোনাকালের শুরু থেকেই বিভিন্ন ভাবে অসহায় মানুষদের সাহায্য করে আসছিলেন মুশফিকুর রহিম। সে ধারাবাহিকতায় এবার তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ২০০ দোকানীর প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন।

মুশফিকুর রহিম জাতীয় দলের খেলার পাশাপাশি তাঁর এম ফিল সম্পূর্ণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর বিষয় ছিলো ইতিহাস। ইতিহাস বিভাগের অধ্যাপক আতিকুর রহমান মুশফিককে এই করোনা কালে বিশ্ববিদ্যালয়ের দোকানীদের কষ্টের কথা জানিয়েছেন। মুশফিক সাথে সাথে উনার কথা রাখেন। ফলে দ্রুত সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন এই দোকানীদের মাঝে।

মুশফিক এই ব্যাপারে দেশের শীর্ষ এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে সবাই কষ্টে আছে। অনেকদিন ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। ফলে এই দোকানীদের অনেক কষ্টে দিন কাটছে। আমরা আমাদের মত চেষ্টা করেছি তাদের সহায়তা করতে। এখানে অনেক দোকান আছে যেখানে বসে আমি অনেকবার খেয়েছি। ক্যাম্পাসের বটতলা, ডেইরি গেট, প্রান্তিক গেট, নিচের হলের দোকান ইত্যাদি দোকান আছে যারা আমার কাছে মানুষ। তারা আমাকে অনেক পছন্দ করে।’

দোকানীদের একটি লিস্ট তৈরী করেছে জাবি ফিজিক্যাল এডুকেশন উপপরিচালক ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। যেটায় প্রায় ২০০ জন মত দোকানীর নাম উঠেছে।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »