জাতীয় দলে ফিরতে মরিয়া হয়ে আছিঃ খালেদ আহমেদ

সাফায়েত ফুয়াদ »

সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে সৈয়দ খালেদ আহমেদ। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। তার এমন স্বপ্ন পূরণও হয়েছে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ডানহাতি পেস বোলার প্রথম ২০১৫ সালে সিলেট ডিভিশনের হয়ে এনসিএল খেলেন। এরপর ২০১৬ তে ডিপিএল। উচ্চতা ও জাদুকরী বোলিং দিয়ে ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটস দলে জায়গা করে নেন। পরের বছর অর্থাৎ ২০১৮ সালের বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ভালো করলে আসেন নির্বাচকদের নজরে। ১৮ তেই ইমার্জিং এশিয়া কাপ এবং অনূর্ধ্ব- ২৩ দলে ডাক পান খালেদ। এরপর বিপিএলের পাশাপাশি ঘরোয়া লিগের পারফরম্যান্স বিচারে ২০১৮ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হয় সৈয়দ খালেদ আহমেদের। এরপর তিনি বাংলাদেশের হয়ে দুটি টেস্ট খেলেন। সর্বশেষ টেস্ট খেলেন ২০১৯ এর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বর্তমানে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে পুরো বিশ্বই অচল হয়ে আছে। সবধরনের খেলাধুলা বন্ধ। মাঠের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরা সবাই ঘরবন্দী হয়ে আছেন। এই অবসর সময়টাতে নিউজ ক্রিকেট ২৪ ডটকমের প্রতিবেদক সাফায়েত ফুয়াদের সাথে নিজের বর্তমান অবস্থা, ক্যারিয়ার এবং ভবিষ্যত নিয়ে কথা বলেছেন সৈয়দ খালেদ আহমেদ।

নিউজক্রিকেটঃ ক্রিকেটারই কেন হতে হলো? অন্য কিছু কেন নয়?

খালেদ আহমেদঃ ছোট বেলা থেকে স্বপ্ন ক্রিকেটার হব তাই বেছে নিয়েছি।

নিউজক্রিকেটঃ সবচেয়ে বেশি সাপোর্ট করেছে কে?

খালেদ আহমেদঃ পরিবারের সবার সাপোর্ট পেয়েছি। পরিবারের সাপোর্ট না থাকলে এত দূর আসতে পারতাম না। সত্যি কথা বলতে কি আমার ভাইরা ক্রিকেট খেলতেন তাদের স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন তারা পারেন নি তাই আমাকে সবরকমের সাহায্য করেছেন। যে সময় যা চেয়েছি তা পেয়েছি।

নিউজক্রিকেটঃ আপনি তো একজন পেসার। বোলিং আইডল কে?

খালেদ আহমেদঃ আসলে শোয়েব আক্তারের বোলিং আমার ভালো লাগে। তবে যদি একজনের নাম বলতে বলেন তবে আমি স্টুয়ার্ড ব্রডের কথা বলবো। বলতে পারেন সে আমার আইডল।

নিউজক্রিকেটঃ ক্রিকেটের শুরু থেকেই পেস বল করতেন?

খালেদ আহমেদঃ হ্যাঁ। একদম ছোট বেলা থেকেই আমি পেস বোলিং করি।

নিউজক্রিকেটঃ বিপিএল এখন পর্যন্ত দু’বার খেলার সুযোগ মিলেছে। তার মধ্যে একবার ঢাকার হয়ে আর একবার চিটাগং। কোন সিজনটা ভালো লাগার ছিলো?

খালেদ আহমেদঃ আসলে ঢাকা ও চিটাগাং দুই দলের হয়েই খেলে ভালো লেগেছে। আর বিশেষভাবে দুই সিজনের কোনটাকে বেছে নেওয়া কঠিন। আমার কাছে দুইটা সিজনই ভালো ছিলো। কারণ দুই সিজনেই ভালো করেছি।

নিউজক্রিকেটঃ ২০১৮ সালে জাতীয় লীগে একটি ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন। সেদিনকার অনুভূতি কেমন ছিল?

খালেদ আহমেদঃ হ্যাঁ অনেক ভালো লেগেছিল ১০ উইকেট পাওয়ার পর। এটাকে আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটা অর্জন বলতে পারেন।

নিউজক্রিকেটঃ একটা মেজর ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন। এখন ইনজুরিটা কোন অবস্থায় আছে?

খালেদ আহমেদঃ আলহামদুলিল্লাহ আমার ইনজুরিটা সেরে গিয়েছে। এখন অনেক ভালো আছি, সব ঠিকঠাক আছে। আর ইনজুরি থেকে সেরে উঠার পরে আমি খেলাঘরের হয়ে ডিপিএলে ম্যাচও খেলেছি। তাই বলা যায় এখন সব ঠিকঠাক।

নিউজক্রিকেটঃ কোয়ারেন্টাইন কেমন কাটছে? আর এখন তো রমজান মাস। ফিটনেস কিভাবে মেইনটেইন করছেন?

খালেদ আহমেদঃ বিসিবি থেকে আমাদেরকে একটা রুটিন দিয়েছে আমি সেটা ফলো করছি। এছাড়া আমার শখ হলো বাগান করা বা গাছ লাগানো। কোয়ারেন্টাইনের এই অবসর সময়টাতে দিনে বাগানের কাজ করি তারপর পরিবারকে সময় দেই। আর একদিন রাতের বেলা রানিং এবং এর সাথে আরেক দিন ওয়ার্কআউট করি বাসায়।

নিউজক্রিকেটঃ মূলত ইনজুরির কারণেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। আবার জাতীয় দলে ফিরতে কেমন পরিশ্রম করছেন?

খালেদ আহমেদঃ হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করছি। সবাই জাতীয় দলে খেলতে চায়। আমার বেলায়ও ভিন্ন নয়। দেখেন আমি জাতীয় এক প্রকার নিয়মিতই ছিলাম। তারপর ইনজুরির কারণে বাদ পরেছি। আবার দলে ফিরতে মরীহা হয়ে আছি।

নিউজক্রিকেটঃ আচ্ছা এবার ক্রিকেটের বাইরে কিছু আলোচনা হোক। ফুটবল ভালো লাগে? আর প্রিয় দল কোনটি?

খালেদ আহমেদঃ হ্যাঁ, ফুটবল ভালো লাগে এবং ফলোও করি। আমি ব্রাজিলের সাপোর্টর।

নিউজক্রিকেটঃ প্রিয় ফুটবলার?

খালেদ আহমেদঃ আমি যদিও ব্রাজিলের সাপোর্টার তবে আমার প্রিয় ফুটবলার মেসি এবং রোনালদো দুজনই।

নিউজক্রিকেটঃ কার সাথে বন্ধুত্বটা জমে ভালো?

খালেদ আহমেদঃ মোস্তাফিজের সাথে আমার আড্ডা দেওয়া হয় বেশি। ও আমাকে অনেক সময় দেয়। আমি যখন ইনজুরিতে ছিলাম আমাদের একাডেমি থেকে ওর বাসা একদম কাছে। আমার জন্য সে রান্না করা খাবার নিয়ে আসতো।

নিউজক্রিকেটঃ ভক্তদের উদ্দেশ্যে কোন বার্তা?

খালেদ আহমেদঃ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জাতীয় দলে আবার ফিরতে পারি। আর সবসময় যেন আপনাদের সাপোর্ট পাই।

নিউজক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডটকমের
পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

খালেদ আহমেদঃ আপনাকেও অনেক ধন্যবাদ এবং একই সাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই শুভেচ্ছা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »